কথা হবে কর্মে ও জীবনে বড় হয়ে ওটা নিয়ে। পড়াসোনার পাশাপাশি কডিং করি, ছবি আঁকি, গীটার হাতে গান ত আছেই। শিক্ষক হয়ার ইচ্ছা আছে, তবে তথাকথিত শিক্ষক নয়, সেটা জানতে হলে শুনতে হবে এই পডকাস্ট। সবে স্কুল জীবন শেষ। কিন্তু শেষ হয়নি ছাত্র জীবন। ছাত্র জীবন এখন আমার শেষ হয়নি কিন্ত এই সুন্দরত্ম সময়ের স্মৃতি আর অভিজ্ঞতা তুলে ধরছি এই পডকাস্টে।